উইন্ডোজ এ কিভাবে পাইথন ইনস্টল করব?

লিখেছেন: কাজী মুশফিকুর রহমান || সফটওয়্যার প্রকৌশলী, টেকনিয়াস (সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠান) || তারিখঃ 19 নভে., 2024


নিচের লিংকটি ব্যবহার করে আমরা আমাদের অপারেটিং সিস্টেম পাইথন ইনস্টল করতে পারব, তখন আমরা নিচের মত একটা স্ক্রিন দেখতে পাব

https://www.python.org/downloads/

উপরের পেইজ টি হচ্ছে পাইথন এর অফিসিয়াল ওয়েবসাইট যা আপনাকে পাইথন ডাউনলোড করতে সাহায্য করবে। সুতরাং এখান থেকে পাইথন এর সর্বশেষ ভার্সন টি ডাউনলোড করে নিন।

 

ইনস্টলার থেকে পাইথন ইনস্টল

সর্বপ্রথম, আপনি ডাউনলোড ফাইল এর উপরে রাইট কিল্ক করুন, তারপর ‘Run administrator’ অপশনটি সিলেক্ট করুন, যা দুইটি অপশন প্রদর্শন করবে (‘Install Now and Customize installation’)। কিন্তু ক্ষেত্রে আপনি ‘Customize installation’ অপশন টি সিলেক্ট করবেন

‘customize installation’ অপশনটির উপর ক্লিক করুন

এরপর, নিচের পেইজ ‘Optional Features’ এর অধীনে সকল চেক বক্স গুলো পূরণ করে দিন, এরপর ‘Next’ অপশন টি সিলেক্ট করুন

                                                                        ‘Next’ বাটনটির উপর কিল্ক করুন

Next’ বাটন টি ক্লিক করলে নিচের পেইজ টি দেখাবে, এখানে আপনি আপনার পাইথন ফাইল এর লোকেশন সেট করে দিতে পারেন, এরপর ‘Install’ অপশন টি সিলেক্ট করুন, এবং ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হয়ে গেলে ‘Close’ বাটন এ ক্লিক করে ইনস্টলার টি বন্ধ করে দিন

                                                        ‘Install’ বাটন ক্লিক করুন

.

                                                                                                ‘Close’ বাটন ক্লিক করুন

ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হয়ে গেলে ‘Close’ বাটন এ ক্লিক করে ইনস্টলার টি বন্ধ করে দিন

 

 

0