আমাদের সম্পর্কে

কেন ফ্রিল্যান্সিং সিক্রেটস?

আমাদের ক্যারিয়ারে চলার পথটি একেবারে মসৃণ নয়। নানা ধরণের চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়। হোঁচট খেতে হয় বার বার। এখানে প্রয়োজন একজন গাইডের। যে হাত ধরে, সঠিক রাস্তা দেখিয়ে কাংখিত গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে। এজন্য আমাদের ক্যারিয়ারে একটি সঠিক গাইডলাইন প্রয়োজন। কোন অবস্থানে কী করা উচিৎ, কেন করা উচিৎ, শুরু থেকেই আমি কোন ভুল পথে অগ্রসর হচ্ছি কি না, বিষয়গুলো যাচাই করা একান্ত জরুরি। নিজের অভিজ্ঞতা থেকে হোঁচট খেতে খেতে শেখা সম্ভব। কিন্তু অধিকাংশ সময় এভাবে চললে দেখা যায়, অনেক দেরি করে ফেলেছি। যেই কাজ তিন-চার বছর আগে শুরু করা দরকার ছিল, সেটা যদি চার বছর পরে অনুভব করি, তাহলে শুরু করব কখন? এজন্য স্কিলের সাথে সাথে সঠিক গাইডলাইনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।